CPA TO-DO-List 
CPA Marketing TO-DO-List:
স্টেপ ১: ডোমেইন এন্ড হোস্টিং থাকতে হবে। প্রথমে ৩ টি ডোমেইন নিয়েই যাত্রা শুরু করতে হবে। গেমস নিয়ে, fortnite V Bucks নিয়ে, গিফট কার্ড নিয়ে।
স্টেপ ২: প্রথমত আমরা fortnite এবং গিফট কার্ড নিয়ে কাজ শুরু করবো। তাই সেই ল্যান্ডিং পেজ রেডি করতে হবে।
স্টেপ ৩: আতিক ভাইয়ের ভিডিও এর নিচে থেকে ল্যান্ডিং পেজ কালেক্ট করতে হবে।
স্টেপ ৪: সিপিএ নেটওয়ার্ক এ একাউন্ট করতে হবে।
স্টেপ ৫: ল্যান্ডিং পেজ এর মধ্যে নিজের লিংক এড করতে হবে এবং ঐখানের এফিলিয়াটে লিংক রিমুভ করতে হবে।
স্টেপ ৬: ল্যান্ডিং পেজ লাইভ হবার পর Histats. com যেয়ে একাউন্ট করবেন, ওয়েবসাইট এনালিটিক্সের জন্য এবং Cloudflare. com যেয়ে একাউন্ট করবেন ওয়েবসাইটের SSL Certificate er জন্য।
স্টেপ ৭: ২ টা ইন্সটাগ্রাম, ২ টা টুইটার, ২ টা পিন্টারেস্ট একাউন্ট করতে হবে এবং ২ টা লাইক ফর লাইক একাউন্ট করতে হবে। এবং ওই একাউন্ট গুলো একটিভ করতে হবে। ( ছবি আপলোড, ফলো করা, পোস্ট করতে হবে নরমাল আইডির মতো এবং লাইক ফর লাইক এর কয়েন বাড়াতে হবে)
স্টেপ ৮: থার্ড পার্টি ওয়েবসাইট পোস্ট খুঁজে বের করতে হবে এবং সেই পোস্ট এর নিচে কমেন্ট করার অপশন থাকলে কমেন্ট করে নিজের ল্যান্ডিং পেজের লিংক দিয়ে আসতে হবে।
স্টেপ ৯: ব্ল্যাক হ্যাট/হোয়াইট হ্যাট টাইটেল চিনতে হবে। ব্ল্যাক হ্যাট টাইটেল মেক করা, পোস্ট মেক করা শিখতে হবে।
স্টেপ ১০: ইউটুবের জন্য ভিডিও বানানো শিখতে হবে। Amazon, Ebay, Netfllix, iTunes, Roblox, XBOX গিফট কার্ড নিয়ে প্রত্যেকটির ৩টি করে মোট ১৮টি ভিডিও বানাতে হবে। ভিডিও বানিয়ে কি করতে হবে তার জন্য পরবর্তী নির্দেশ আতিক ভাই দিবে।
স্টেপ ১১: ব্ল্যাক হ্যাট এসইও এর ভিডিও বার বার দেখতে হবে, সার্চ ইঞ্জিন নিয়ে পরে থাকতে হবে।
স্টেপ ১২: ওয়ার্ডপ্রেস ইনস্টল কিভাবে করতে হয় এবং সাথে Histats সেটআপ শিখতে হবে। সাবডোমেইন মেক করে এটার প্রাকটিস করতে হবে।
স্টেপ ১৩: রেডিট এর টিউটোরিয়াল গুলো দেখে শেষ করতে হবে।
স্টেপ ১৪: Steam Community তে একাউন্ট করতে হবে এবং $৫ লোড করে রাখতে হবে।
স্টেপ ১৫: কিভাবে প্রোফাইল ব্যাকলিংক করতে হয়, কিভাবে ফোরাম পোস্টিং করতে হয় শিখতে হবে এবং আতিক ভাইয়ের দেয়া লিস্ট অনুযায়ী নিজের ল্যান্ডিং পেজ দিয়ে প্রাকটিস করতে হবে।
স্টেপ ১৬: কিভাবে নিশ রিলেটেড ফোরাম খুঁজে বের করবেন তা শিখতে হবে এবং সেই ফোরাম গুলোতেও ফোরাম পোস্টিং করতে হবে। যদি প্রোফাইল ব্যাকলিংক করতে যেয়ে বা ফোরাম পোস্টিং করতে যেয়ে একাধিক পোস্ট করার অপশন পেয়ে যান অর্থাৎ, গ্রুপ মেকিং, ইভেন্ট মেক ইত্যাদি, এগুলোর মাধ্যমেও আপনার ল্যান্ডিং পেজের লিংক ছড়িয়ে দিন।
স্টেপ ১৭: ব্লগ কমেন্টিং শিখতে হবে এবং আতিক ভাই এর দেয়া লিস্ট অনুযায়ী প্রাকটিস করতে হবে।
স্টেপ ১৮: সার্চ ইঞ্জিনে বিভিন্ন কীওয়ার্ড দিয়ে সার্চ করে করে ব্ল্যাক হ্যাট পোস্ট করা যাবে এমন সাইট খুঁজে বের করতে হবে এবং নিজে ঐ সকল সাইটে রেজিস্টার করে থার্ড পার্টি পোস্ট করতে হবে।
স্টেপ ১৯: থার্ড পার্টি সাইটে পোস্ট করে ব্লগারের মাধ্যমে সেই পোস্টকে গুগলে ইনডেক্স করাতে হবে।
স্টেপ ২০: আমরা যেই নিশ নিয়ে কাজ করছি সেই রিলেটেড একটা ফেইসবুক পেজ খুলে সেই পেজে আমাদের থার্ড পার্টি পোস্ট গুলোর লিংক শেয়ার করে রাখতে হবে। পাশাপাশি পেজটাকে একটিভ রাখতে হবে। পেজে নিশ রিলেটেড ছবি, ভিডিও এইগুলোও পোস্ট করতে হবে।
স্টেপ ২১: বিভিন্ন কীওয়ার্ড দিয়ে সার্চ করে করে বিভিন্ন থার্ড পার্টি সাইট বের করতে হবে যেখানে পোস্ট করা যাবে। সেসব সাইটে সাইনআপ করে পোস্ট করতে হবে। অন্যরা কিভাবে পোস্ট করেছে ঐটা ফলো করে নিজে একটা পোস্ট করতে হবে।
স্টেপ ২২: অন্যের থার্ড পার্টি পোস্ট এর লিংক গুগলে দিয়ে সার্চ করতে হবে এবং দেখতে হবে সে কোথায় কোথায় ব্যাকলিংক করেছে। সেসব জায়গায় আমাদেরও ব্যাকলিংক করতে হবে। এই কাজ টা বিং সার্চ ইঞ্জিনেও করতে হবে। বিং সার্চ ইঞ্জিনে কাজ করতে হলে ইন্টারনেট এক্সপ্লোরার ওয়েব ব্রাউসার ইউস করতে হবে। 
স্টেপ ২২: নিজে একটা লিস্ট বানাতে হবে যেখানে থার্ড পার্টি সাইটের ব্যাকলিংক করা যাবে। 
স্টেপ ২৩: থার্ড পার্টি সাইটে পোস্ট করার পর সেটা ব্লগারের মাধ্যমে ইনডেক্স এর জন্য দিতে হবে এবং সাথে সাথে ১০-১৫ টা ব্যাকলিংক করে ফেলতে হবে। 
স্টেপ ২৪: আতিক ভাইয়ের দেয়া লিস্ট অনুযায়ী থার্ড পার্টি সাইটের পোস্টের ব্যাকলিংক করতে হবে। যেসব সাইটে ব্যাকলিংক করা যাবে না সেগুলো বাদ দিয়ে অন্য গুলোতে করতে হবে এবং যেসব সাইটে ব্যাকলিংক করা যাচ্ছে নিজের জন্য সেসব সাইটের আলাদা লিস্ট করে রাখতে হবে। পরবর্তীতে থার্ড পার্টি সাইটে পোস্ট করে সাথে সাথে সেসব সাইটে ব্যাকলিংক করে ফেলতে হবে। 
স্টেপ ২৫: চলমান... 
পরবর্তী ক্লাস অনুযায়ী স্টেপ আরও বাড়বে। আমাদের নিয়মিত বেসিসে এখন প্রোফাইল ব্যাকলিংক, ফোরাম পোস্টিং, থার্ড পার্টি সাইটে কমেন্ট, পোস্ট এইগুলো করতে থাকতে হবে। প্রত্যেক ক্লাসের ভিডিও মনোযোগ দিয়ে বার বার করে দেখতে হবে। উপরের সব গুলো স্টেপ গ্রুপের ফাইল সেকশন এ দেয়া ভিডিও গুলোতে খুব সুন্দর ও সহজ করে বুঝিয়ে দেয়া হয়েছে। ভিডিও গুলো মনোযোগ দিয়ে দেখে দেখে কাজ করতে হবে এবং সবসময় রিসার্চের মধ্যে থাকতে হবে। পরিশেষে, আতিক ভাই যেভাবে যেভাবে বলছে, যা যা বলছে সে অনুযায়ী কাজ করে যেতে হবে।
কোনো একটা সাইটে একাউন্ট করার সময় এই ওয়ার্ড গুলি ফলো করে একাউন্ট করবেন

join now
join now for Free
Free Register
Register
Become a Member 
Create an account
Sing Up
Account Singup
SIGN UP FREE
open a case
Get your free page
Check in
Get Started
Create Portfolio
Become A Publisher

এই পোস্টে সব ভিডিও পাবেন, আপনি ভালো করে চেক করুন |
ATIKUR RAHMAN•SUNDAY, JULY 21, 2019•
1. What is Domain and Hosting==> https://youtu.be/0QfwFYX6Gwc
2. How to Buy and integrate Domain with Hosting==> https://youtu.be/E4Slt1msmtc
3. CPA Build First Tutorial==> https://youtu.be/LvqD17jm2L0
4. How to Create ogads Account==> https://youtu.be/H8KNi2Hzhfg
5. How to work Search Engine==> https://youtu.be/aEJ053mp9Ag
6. CPA Marketers BD (2nd Class) Recording==> https://youtu.be/OJAMriW0sIo
7. How to Buy Web Hosting from Namecheap==> https://youtu.be/N5RS7kO18Wk
8. CPA Build second Tutorial==> https://youtu.be/uuYmUZedaEs
9. CPA Build Six number Tutorial==> https://youtu.be/gZ49CLmsX00
10. CPA Marketers BD (3rd Class) Recording==>> https://youtu.be/9-QKyhlS-xk
11. CPA Marketers BD (4th Class) Recording==>> https://youtu.be/DPT2azIyVfk
12. Free video, 1st Class Recording==>> https://youtu.be/1KqqdpUQw0U
13. How to Make Black Hat Title | Black Hat SEO==>> https://youtu.be/bd0QQVjjNLU 
14. How you Decide to make Black Hat post==>> https://youtu.be/3Bue00st6eM
15. Class 5th Recording===>> https://drive.google.com/file/d/1vjSSn-JpGcQxH_Ca7EzscOGlF6d2Gbih/view?usp=sharing
16. How to Create Black Hat Post===>> https://youtu.be/9H0OTAGlUhM
17. Class 6th Recording===>> https://youtu.be/rIudOyVW8KI
18. 7 number class recording==>> https://youtu.be/C5BsilXEQiQ
19. Class number 8 Recording===>>> https://youtu.be/uwRZULKL4co
20. High Quality Backlink List===>> https://is.gd/HighQualityBacklinkList
21. Class number 9 Recording===>>> https://youtu.be/CnbA2I7j_Hw
22. Class number 10 Recording===>>> https://youtu.be/4BI5FIzN6qc
23. Class number 11 Recording===>>> https://youtu.be/0EmLH18TalQ
24. Class number 12 Recording===>>> https://youtu.be/RQAyjcIryQY
25. Class number 13 Recording===>>> https://youtu.be/o_nMG-UVmdc
26. Class number 14 Recording===>>> https://youtu.be/QYiezj3M3So
27. Class number 15 Recording===>>> https://youtu.be/JitPHS-nPfE
28. Class number 16 Recording===>>> https://youtu.be/4MjehrfWmSE

29. Class number 17 Recording===>>> https://youtu.be/A5XbrnUhN50
30. Class number 18 Recording===>>> https://youtu.be/XIecuG-vwC4
Reddit Marketing:

1) https://youtu.be/OF6KG4Uh_Yk
2) https://drive.google.com/file/d/0B7apNdT_JuTTcWlsRDRSNFl0ZDg
3) https://youtu.be/siXqPonetxI
4) https://youtu.be/nu1PoBP-sRI
5) https://youtu.be/cnhCYdacStk
6) https://youtu.be/b3cl97yKACU
7) https://youtu.be/a7VBaMgQzB4
8) https://youtu.be/weX8g5XX1yE
…………………………………………………..
আসসালামু আলাইকুম।
আজ আপনাদের একটি সলিড স্ট্র্যাটিজি দিচ্ছি।
Straight to the point :
১। নিশ সিলেক্ট করুন,
২। নিশ রিলেটেড প্রডাক্ট বাছাই করুন (হতে পারে CPA, Affiliate, POD, Email Lead Generation ইত্যাদি),
৩। এখন নিচের দুটি ওয়েবসাইটের যেকোন একটিতে গিয়ে সার্চ বক্সে নিশ লিখে সার্চ করুন এবং একটি চমৎকার হেডলাইন/টাইটেল বাছাই করুন,
ক. http://www. contentrow .com/tools/link-bait-title-generator
খ. https:// tweakyourbiz .com/title-generator
৪। এখন নিচের ওয়েবসাইটে গিয়ে আপনার নিশ লিখে সার্চ দিন এবং সর্বাধিক শেয়ার হয়েছে এমন কয়েকটি আর্টিকেল খুঁজে বের করুন, অথবা গুগল থেকেও নিতে পারেন,
লিংক : https:// buzzsumo .com
৫। এখন আপনার যদি কোন ওয়েবসাইট থাকে সেখানে অথবা ব্লগারে ফ্রি একটি ব্লগ ওপেন করে ঐ হেডলাইন/টাইটেল দিয়ে একটি আর্টিকেল সাজান, কনটেন্ট নিবেন Buzzsumo বা গুগল থেকে আপনি যে আর্টিকেলগুলো নিয়েছেন সেখান থেকে, সাথে সুন্দর কিছু ছবি দিবেন,
৬। এখন আর্টিকেলের মাঝে মাঝে আপনার নির্ধারিত প্রডাক্টের ছবিসহ Call-to-action দিবেন, সাথে ওয়েবসাইটের রাইট সাইডবারেও দিতে হবে,
৭। এখন আর্টিকেলটি রেডিটের রিলেভেন্ট সাব-রেডিটে পোষ্ট করুন, সাথে পিন্টারেস্টেও পিন করুন।
৮। এখন https://www. followlike .net থেকে রেডিটে আপনার পোষ্টে কিছু আপভোট দিন সাথে পিন্টারেস্টেও কিছু অতিরিক্ত রিপিন দিন।
৯। বসে বসে মজা দেখুন  ;)
বি:দ্র: এটা কোন কপি-পেস্ট করা মেথড না।
দোয়া দরখাস্ত।
………………………………….

শুধু একটু আইডিয়া দিলাম https://upvotemarket.com
আরো আছে, ফেসবুকের বিভিন্ন গ্রুপ, ব্লাক হ্যাট ওয়ার্ল্ড ফোরামসহ বিভিন্ন এসইও রিলেটেড ফোরাম, কোরা..........আর গুগলতো আছেই আরো রিসোর্সের জন্য।
………………………………………………………………..
https://web.facebook.com/groups/506071173499389/?ref=gs&fref=gs&dti=470322163451937&hc_location=group
………………………………………………………….

আসসালামু আলাইকুম।
ভালো আছেন আপনারা? আজ রেডিট নিয়ে অল্প কিছু কথা বলি  :)

গ্রুপ তৈরী হয়েছে বেশ অনেকদিন। এরমধ্যে রেডিট নিয়ে কে কি করছেন জানা নেই। কিছু করে না থাকলে মোটামুটি একটা স্ট্যাটিজি নিয়ে তৈরী হয়ে যান। রেডিট সম্পর্কে আমরা সবাই কমবেশি জানি, কিন্তু ভালো কিছু করতে পারছি না কেন?

এটাই পজেটিভ দিক  ;) - এভাবে ভেবে দেখুন, রেডিট এমন একটা মার্কেটপ্লেস যেখানে স্প্যামারদের কোন জায়গা নেই। তাই বলে মার্কেটারদের জন্য জায়গা ভরপুর ব্যাপারটা এমনও নয়। তবে ট্রিকি ওয়েতে কাজ করলে অবাক করার মত ফলাফল পাবেন ইনশাআল্লাহ্। আজ ঠিক এমন দু-একটি বিষয় নিয়ে আলোকপাত করছি।

১। প্রথমেই আসি রেডিট একাউন্ট বিক্রির ব্যাপারে। আমাদের গ্রুপটি তৈরীর পেছনে মূল উদ্দেশ্য ছিল এটাই। যাহোক, আপনি নিজে একাউন্ট তৈরী করে বিক্রি করতে পারেন। এক্ষেত্রে ফ্রেশ একাউন্ট বিক্রি করতে পারেন এবং কারমাসহ একাউন্টও বিক্রি করতে পারেন বরং এগুলোর মূল্য অপেক্ষাকৃত বেশি। এই সাইটে কিঞ্চিত আইডিয়া পাবেন https://accs.upddit.com
এছাড়াও আপনি নিজেই নিজের রেডিট বিক্রির কমিউনিটি তৈরী করতে পারেন। এটার প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও তেমন কোন উদ্যোগ নেই। Webmaster, Site owner, Marketer, Dropshipper এরা হতে পারে আপনার ক্রেতা। আর শুধুমাত্র ফেসবুকেই ওনাদের আনাগোনা প্রচুর। আইডিয়া পেয়েছেন?

২। ডু-ফলো ব্যাকলিংক বিক্রি করতে পারেন সাব-রেডিট তৈরী করে। এটা নিয়ে বিস্তারিত কিছু বলছি না, ব্যাপারটা বেশ সহজ কিন্তু চাহিদা মারাত্বক। এই লিংকে http://bit.ly/2NZXRXw গিয়ে দেখুন একজন রীতিমতো ৩০-১৩০ ডলারের মধ্যে লিংক সেল করছে। এসইও মার্কেটপ্লেসগুলোতে খোঁজ নিলেই এরকম আরো অনেক সার্ভিস পাবেন।

৩। সাব-রেডিট ডিজাইন করে মার্কেটপ্লেসে সার্ভিস সেল করতে পারেন।

৪। কোন সিপিএ/এ্যাফিলিয়েট অফারের জন্য ইউনিক আর্টিকেল লিখে সেটা রেডিটের মাধ্যমে প্রোমোট করে সার্চ ইঞ্জিনে র্যাংক করাতে পারেন। আমি হোয়াইট হ্যাটের কথাই বলছি। রেডিটের মতো এত শক্তিশালী প্যারাসাইট খুব কম-ই আছে।

৫। রেডিট এ্যাড - এর সাহায্য নিতে পারেন। এটা নিয়ে এখনো এত হইচই হয়নি।

বলতে চাইলে আরো অনেকগুলো বলা যায় - আপনারা সেগুলো জানেন। উপরের পদ্ধতিগুলো নিয়ে এখনো বাজ ক্রিয়েট হয়নি। চাইলে টিম করে আরম্ভ করে দিতে পারেন। আমার স্ট্র্যাটিজি আপনার ক্ষেত্রে কাজ না-ও করতে পারে কারন আপনার স্ট্র্যাটিজি হচ্ছে সেরা স্ট্র্যাটিজি। So, think about it!

দোয়া দরখাস্ত।
……………………………………………..

আসসালামু আলাইকুম।
Reddit Marketers Community গ্রুপে স্বাগতম। রেডিট নিয়ে যারা কাজ করতে আগ্রহী গ্রুপটি শুধুমাত্র তাদের জন্য। তাই আপনারা গ্রুপে মেম্বোর জয়েন করাতে পারেন তেমন কোন রেস্ট্রিকশন ছাড়াই। গ্রুপের উদ্দেশ্য সকলের কাছে পরিষ্কার করে দিচ্ছি।
প্রথমেই গ্রুপে কি হবে না বিষয়ে আলোকপাত করছি.....
x কোন ধরনের পেইড কোর্স হবে না,
x সকল প্রকার ক্রয়-বিক্রয়ে এডমিনগন জড়িত থাকবেন না,
x রেডিট ব্যাতীত অন্য কোন প্রোমোশন হবে না।
গ্রুপের এক্টিভিটিগুলো হচ্ছে.....
✓ রেডিটের উপর মাঝে মাঝে কিছু দিক-নির্দেশনামূলক টিউটোরিয়াল দেয়া হবে,
✓ রেডিটের উপর সমস্যাগুলোর সমাধান দেয়ার চেস্টা করা হবে,
✓ রেডিট একাউন্ট (কারমাসহ বা কারমা ছাড়া) ক্রয়-বিক্রয় হবে,
✓ সাবরেডিট ক্রয়-বিক্রয়,
✓ সাবরেডিট ডিজাইন,
✓ রেডিট ব্যাকলিংক ক্রয়-বিক্রয়,
✓ রেডিট সম্পর্কিত অন্য যেকোন কাজ।
গ্রুপের স্বাভাবিকতা ভঙ্গ ব্যান হওয়ার অন্যতম কারন হবে। ক্রয়-বিক্রয়ে একে অন্যের সাথে সরাসরি লেনদেন করতে চেস্টা করবেন। সদ্ভাব বজায় রাখবেন এবং কটু কথা বলা থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, গ্রুপটি করার পেছনে এডমিনগুনের কোন লাভ নেই বা আমরা লাভের কথা বিবেচনা করে গ্রুপটি তৈরী করিনি। সকলের সুবিধের কথা বিবেচনা করে গ্রুপটি তৈরী করা হয়েছে। দোয়া দরখাস্ত। ধন্যবাদ।
ভিডিও টিউটোরিয়াল :
১। https://www.youtube.com/watch?v=L5st36xNu68
২। https://www.youtube.com/watch?v=5KYyyVla0F8
৩। https://www.youtube.com/watch?v=OF6KG4Uh_Yk
স্ট্র্যাটিজি :
১। http://bit.ly/2Of6Z9l
২। http://bit.ly/2Il84XY
৩। http://bit.ly/2LVDkjZ
………………………………………………




comments powered by Disqus
TitleTime
qwergtyhqwert2 minutes
Watch Seattle - Anaheim L...13 minutes
No Deposit Bonus24 minutes
Adult Telegram Channels25 minutes
qwerfgtqwert29 minutes
Live stream Diamondbacks ...37 minutes
Live streaming Seattle vs...1 hour

© Paste4BTC 2014 - Earn bitcoins by pasting! | My pastes | Popular pastes | New pastes | Payments | FAQ | Terms of Service